ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর সদরে ১৩এপ্রিল বুধবার শেষ রাতের কালবৈশাখী ঝড়ে নবনির্মানাধীন ৩তালা বিল্ডিং এর উপর থেকে পানির ট্যাংকি ও গাথনীর ইট পরে গিয়ে প্রতিবেশীর টিনের চালাঘর ভেঙ্গে গেছে।মধ্যনগর কালীবাড়ি সংলগ্ন সুধাবিন্ধু রায়ের নির্মাণাধীন স্থাপনার গাথুনী থেকে একাধিক ইট ও ১হাজার লিটারী পানির ট্যাংকি ঝড়ের সময় পার্শ্ববর্তী অরুণ কান্তি দে'র শয়ন কক্ষের টিনের চালার উপর পরে গিয়ে ঘরের চাল নষ্ট হয়।এতে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেচে যায় বসবাসকারী ৫টি পরিবারের লোকজন।স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে সুধাবিন্ধু রায় ক্ষতি গ্রস্থ্য টিনের চালা ঘরটি দ্রুত মেরামত করিয়ে দেবেন বলে জানান।