মধ্যনগরে বৈশাখী ঝড়ে মসজিদে আশ্রয় নিলো মৌচাক



ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মধ্যনগর বাজার জামে মসজিদ এর গেইটের উপরে আশ্রয়ের জন্য উড়ে এলো বিশাল এক মৌমাছির ঝাঁক।২৬এপ্রিল গভীর রাতের কাল বৈশাখের ঝড়ে কবলে পড়ে প্রায় ২০হাজার মৌমাছির ১টি দল আশ্রয় নেয় মধ্যনগর সদর মসজিদের তোরণে।

হাওর গবেষক সজল কান্তি সরকারের সাথে কথা বললে তিনি বলেন-আমাদের হাওরাঞ্চলে গাছগাছালি বিলুপ্ত হওয়ার কারনে  কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে তারা আশ্রয়স্থল ধ্বংস হয়ে যাওয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানে এসে আশ্রয় নিয়েছে বা রাত্রি যাপন করছে।আমাদের উচিৎ তাদের কোন ডিস্টার্ব না করা।হয়তো তাদের ভালো লাগলে একানে অবস্থান করতে পারে।না হয় যে কোন সময় কোন সময় উড়ে তাদের নতুন কোন বাসস্থান তৈরী করে চলে যাওয়াটা অসম্ভবের কিছু নয়।

*

إرسال تعليق (0)
أحدث أقدم