মধ্যনগরে পাহাড়ী ঢলে আবারো বাড়ছে পানি-ধানে সাদা



ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা মধ্যনগর উপজেলা সংশ্লিষ্ট সকল নদীতে পাহাড়ী ঢলের পানি পুনরায় বাড়তে শুরু করেছে।

এতে কৃষকদের পাকা  ফসল আগাম বন্যায় তলিয়ে যাওয়ার আসংখ্যা রয়েছে।সম্প্রতি একাধিক হাওরে আগাম বন্যার পানিতে আধাপাকা ফসল তলিয়ে গেছে।পাকাধান দ্রুত কাটার জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রাশাসন।

হাওরগুলির ফসল প্রায় ৭০ভাগ পেকে গেছে।এমতাবস্থায় পুনরায় আগামবন্যার পুর্বাভাস জানা যায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ থেকে।কৃষক দুশ্চিন্তায় মাথায় হাতদিয়ে গুমরে কাদছে।

এছাড়াও পাকা ধানের ফাকে ফাকে জমিতে সাদা ধানের ভিতরে নেই চাল এমনটি দেখা গেছে, লোকসান পোহাতে হবে বলে জানিয়েছেন একাধিক কৃষক।

*

إرسال تعليق (0)
أحدث أقدم