জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাঁই



মাসুদ আহমদ তালুকদার :

সুনামাগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন পরিবারের ১৩ বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে

এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন।

সরজমিনে জানাযায়,  আজ ৩০ এপ্রিল রোজ শনিবার বিকাল ৩ টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন অন্তর্ভুক্ত জগদীশপুর গ্রামের মোঃ ফুল মিয়া,রফু মিয়া,আব্দুন নুর সহ তিন পরিবারের বসত ঘরে অগ্নিপাতের সুত্রপাত ঘটে এবং সারা ঘর জুড়ে আগুনের লেলিহান শিখা চারদিকে চড়িয়ে পড়ে। ফুল মিয়ার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর প্রাণপ্রণ চেষ্টা চালান।

এবং ঘটনাটি স্থানীয় ফায়ার সার্ভিসকে অভিহিত করা হলে তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহীনি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

ততক্ষনে আব্দন নূর, ফুল মিয়া ও রফু মিয়ার বসত ঘর ( টিনসেট দালান ঘর) এর টিনের চাল, স্বর্ণালংকার, কাঠ-পালং, চাউল, ধান ও কাপড় সহ সকলের আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়।

এই বিষয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আল মাসুদ বলেন, জগদীশপুর গ্রামের আব্দুন নূর এর বাড়ীতে আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা ৩০ মিনিট ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। এতে তিনটি পরিবারের ১৩ টি রুমের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা ৪৫ লক্ষ টাকার আবসাবপত্র উদ্ধার করেছি।

*

إرسال تعليق (0)
أحدث أقدم