শৈলকুপায় পানি সংকটে সাধারণ মানুষ



শেখ শোভন আহমেদ, ঝিনাইদহ


ঝিনাইদহ শৈলকুপায় গত দু এক সপ্তাহ ধরে পানির সংকট ভুকছেন শৈলকুপা উপজেলার সকল পরিবারগুলো। নলকূপ গুলোতে পদ্ধতি মোটর লাগিয়েও কোন সুফল মিলছে না । বিপাকে পড়েছে শৈলকুপা উপজেলার কৃষকরা তাদের ফসল পরিচর্যার কাজে বেগ পেতে হচ্ছে। কেউ কেউ পুকুর বা জলাশয় থেকে ও পানি সংগ্রহ করে পান  চ্করছে এতে দেখা দিয়েছে ডায়রিয়া ও বিভিন্ন চর্মরোগ। বর্তমানে ঝিনাইদহ অঞ্চলে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে আর পানি সংকট কি এর জন্য দায়ী করছে সচেতন মহল ও স্বাস্থ্যকর্মীরা।

শৈলকুপা পৌরসভার একজন বলেছেন , গত দুই সপ্তাহ ধরে আমরা আগের মতন পানি পাচ্ছিনা নলকূপ দিয়েও পানি উঠছে না, আর নদীর পানিও কম,এমন অবস্থায় আমাদের মতন কৃষকদের অনেক ক্ষতি হচ্ছে 

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা বলেন, বর্তমানে শৈলকুপায় পানি সংকট দেখা দিয়েছে তো আপনারা পুকুর বা জলাশয় থেকে পানি সংগ্রহ করে তা ফুঁটিয়ে কিংবা বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পানি পান করুন এবং ডায়রিয়া হলে আপনারা হাসপাতলে চলে আসুন

*

إرسال تعليق (0)
أحدث أقدم