আত্মহত্যার প্রবণতা বেশি ঝিনাইদহ জেলায়



শেখ শোভন আহমেদ, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ঝিনাইদহ জেলাটিতে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে । এজন্যই ঝিনাইদহ জেলাটি আত্মহত্যার দিক থেকে বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে। ঝিনাইদহ জেলাতে প্রতিদিন গড়ে দুইজনের অধিক মানুষ আত্মহত্যা করে এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলা এই আত্মহত্যার ঘটনাগুলোতে সবচেয়ে এগিয়ে রয়েছে।একটি পরিসংখ্যান অনুযায়ী জানা যায় , ঝিনাইদহ জেলায় ২০১০সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আত্মহত্যা করেছে ৩১৫২ জন এবং আত্মহত্যার চেষ্টা করেছে ২২০০০ হাজারের বেশি মানুষ।ঝিনাইদহ প্রতিবছর ৪০০ জনের অধিক মানুষ আত্মহত্যা করে এবং প্রতিবছর আত্মহত্যার চেষ্টা করে ৩০০০ অধিক মানুষ তবে এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে শৈলকুপা উপজেলা। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় দিন দিন বেড়েই চলেছে আত্মহত্যার প্রবণতা। 


একটি সচেতন মহল মনে করছেন , পরিবারিক সম্পর্ক, সামাজিক সমস্যা, অর্থ সংকট ও নিজস্ব কিছু ব্যক্তিগত সমস্যার কারণেই দিন দিন বেড়েই চলেছে আত্মহত্যা। এজন্য পরিবারের সদস্য ও প্রিয়জনকে বেশি গুরুত্ব দেওয়া জন্য বলা হচ্ছে এবং একই সাথে মানুষের সঙ্গে মেশা ও যোগাযোগের পরামর্শ দিচ্ছেন মনোবিজ্ঞানীরা ।

*

إرسال تعليق (0)
أحدث أقدم