সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ “পহেলা বৈশাখ” উপলক্ষে তাহিরপুর উপজেলা,শ্রীপুর উত্তর ইউনিয়ন,ও ১নং ওয়ার্ড বাসীসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন “বীর মুক্তি যোদ্ধার সন্তান ”মো: রমজান আলী মাতাব্বর।
বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ রমজান আলী মাতাব্বর বলেন, আজ বাংলা নববর্ষের এই শুভক্ষণে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভ নববর্ষ। বাঙালির সর্বজনীন উৎসব-বাংলা নববর্ষ। আমরা নববর্ষকে আবাহন করি প্রাণের স্পন্দনে, গানে-কবিতায়, আবেগের উত্তাপে।
তিনি বলেন, নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে তাই বাংলা নববর্ষ প্রতিবছর নতুন রূপে হাজির হয়। তিনি আরও বলেন পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির চর্চা আমাদের জাতিসত্তাকে আরও বিকশিত করে ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে। মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে।
সকল জরা ও গ্লানি মুছে দিয়ে, আধার ফুড়ে আলো বেরিয়ে এসে বাঙালির জীবনে ১৪২৯ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশা করছি।