মোঃ সাইফুল আল মামুন/ মোঃ আশরাফুল হক মুক্ত দামুড়হুদা চুয়াডাঙ্গা।
“মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ একের পর এক জনবান্ধব পুলিশং-এ নজির স্থাপন করে চলেছেন। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা অদ্য ২৬.০৪.২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১ ঘটিকায় পথ শিশু ও প্রতিবন্ধি বিদ্যালয়, জাহানারা যুব মহিলা সংস্থা, পলাশপাড়া, চুয়াডাঙ্গা’র ৬৬জন পথ শিশু প্রতিবন্ধি শিশুকে “ঈদ উপহার সামগ্রী” জাহানারা হিসাবে সেমাই, চিনি, ডাল, চাল, জিরা, মসলা, কিচমিচ,পেয়াজ, রসুন ও নুডুলস্ প্রদান করেন। ঈদ উপহার সামগ্রী পেয়ে পথ শিশু ও প্রতিবন্ধি শিশুরা খুবই আনন্দিত। প্রতিষ্ঠানের প্রধান পুলিশ সুপার মহোদয়ের মহানুভবতায় মুগ্ধ হয়ে পুলিশ সুপার ও তাঁর পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনা করেন এবং তাঁর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ মুন্না বিশ্বাস, সহকারি পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা।