তাহিরপুরে ৪২ বোতল মদসহ আটক ২



সাবজল হোসাইন: 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ দু'টি ক্যাম্পে ৪২ বোতল ভারতীয় মদ (অফিসার চয়েস), দু'টি প্লাটিনা মোটরসাইকেল, দু'টি ব্যাগ, দু'টি স্মার্ট মোবাইল ফোন সহ দু'জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, উপজেলার সীমান্ত জনপদ চারাগাঁও গ্রামের মোঃ গিয়াসউদ্দিনের ছেলে মোঃ নুর উদ্দিন (২২), একই গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে মোঃ জামাল উদ্দিন (৩০)।

১০ই জানুয়ারি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি'র মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি'র অধীনস্থ বিরেন্দ্রনগর বিজিবি ক্যাম্পের একটি চৌকস টিম ১০ই জানুয়ারি সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাগলী বাজার ব্রীজের উপর থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় (অফিসার চয়েস) ৩০ বোতল মদ, একটি প্লাটিনা মোটরসাইকেল সহ দু'জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে দু'টি ব্যাগ ও দু'টি সিম সহ দু'টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এদিকে ৯ই জানুয়ারি রাত ৯ টার দিকে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের একটি টহল দল উপজেলার লাকমা পূর্বপাড়া গ্রামের সম্মূখ রাস্তা থেকে ১২ বোতল ভারতীয় মদ (অফিসার চয়েস) সহ একটি প্লাটিনা মোটরসাইকেল আটক করা হয়।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি'র অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মোটর সাইকেল, সীমসহ মোবাইল ফোন এবং ব্যাগসহ  তাহিরপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

*

إرسال تعليق (0)
أحدث أقدم