শান্তিগঞ্জে বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ



স্টাফ রিপোর্টার::

অদ্য ১৭-০১-২০২২ ইং,  রোজ- সোমবার, সন্ধ্যা ৬ ঘটিকায়- দরগাপাশা গ্রামের কৃতি সন্তান,জনাব  মুরাদ আহমদ চৌধুরী'র আনন্দ আশ্রমে, শান্তিগঞ্জ উপজেলাধীন দরগাপাশা ইউনিয়নের একঝাঁক তরুণদের নিয়ে  এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভার মুল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, অত্র ইউনিয়নে একটি  সমাজ সেবা মুলক, অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করা।

এই উদ্যোগের পিছনে যার অবদান অনস্বীকার্য, তিনি হলেন দরগাপাশা  ইউনিয়ন এর হাসামপুর গ্রামের  গর্বিত সন্তান, প্রবাসী এনাম তালুকদার। 

উক্ত সভায়  দরগাপাশা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ৩/৪ জন করে প্রতিনিধি  বাছাই করে একটি সংগঠন   প্রতিষ্ঠার ব্যপারে উপস্থিত সকলেই সম্মতি জ্ঞাপন করেন।

এবং উপস্থিত সকলের সর্ব সম্মতিতে নতুন এই সংগঠনের নামকরণ করা হয় " বাতিঘর সমাজ কল্যাণ সংস্থা" দরগাপাশা ইউ/পি।

উল্লেখ্য, যিনি এই সুদূর প্রসারী যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন,  প্রবাসী এনাম তালুকদারকে সর্ব সম্মতিক্রমে 'প্রতিষ্ঠাতা চেয়ারম্যান' মনোনীত করে, দরগাপাশা ইউনিয়ন সকল ওয়ার্ডের  এক ঝাক তরুণ, সুশিক্ষিত, সচেতন , পরিক্ষিত সমাজ কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে  , সম্পুর্ণ অরাজনৈতিক, দাতব্য, সেবা মুলক প্রতিষ্ঠান   "বাতিঘর সমাজ কল্যাণ সংস্থা" নামে সংগঠনটির আত্নপ্রকাশ ঘঠে।

উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মুরাদ আহমেদ চৌধুরীকে সভাপতি মনোনীত করে  ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 

◾পুর্নাঙ্গ কমিটির তালিকা নিম্নেঃ◾

★সভাপতিঃ মুরাদ আহমেদ চৌধুরী, দরগাপাশা।

★ সহ সভাপতিঃ

★ এওয়র মিয়া (রসুলপুর), আব্দুস সামাদ (আক্তাপাড়া), খসরু মিয়া,( সিচনী),  এনায়েত হোসেন (পাইকাপন) , শাহজাহান মিয়া (হলদার কান্দি) মেম্বার ৬ নং ওয়ার্ড, গোলাম কিবরিয়া সুজন, মেম্বার ৭নং ওয়ার্ড, সুহেল আহমেদ মনু মেম্বার ৫ নং ওয়ার্ড। সুমন মিয়া মেম্বার ৭ নং ওয়ার্ড,  মাসিক আলী- মেম্বার ৩নং ওয়ার্ড। 

★সাধারণ সম্পাদকঃ

ছালিক আহমেদ (ছয়হাড়া)

★যুগ্ম সম্পাদক মাওঃ আক্তার হোসেন (সিচনী), 

মাওঃ সজিবুর রহমান (আমরিয়া) শ্যামল আহমেদ চৌধুরী (দরগাপাশা) ★সাংগঠিক সম্পাদকঃো

 রায়হান কবির (ছয়হাড়া), 

নান্টু দাশ (সিচনী)।

★সহ সাংগঠনিকঃ

জুনেদ আহমেদ ফয়সাল বাগের কোনা  আইনুদ্দিন (আক্তাপাড়া),

এমাদুল হক (বুড়মপুর) 

★কোষাধ্যক্ষঃ

লেছন মিয়া (হাসামপুর)। 

★সহ কোষাধ্যক্ষঃ

 কয়ছর আহমেদ (আক্তাপাড়া)। তথ্য প্রযুক্তি ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী হরিনগর  ★ক্রীড়া সম্পাদকঃ

আলীনুর (কাবিলাখাই)

★সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ

 ছদরুল মিয়া তালুকদার, (লালপুর)। ★প্রচার প্রকাশনা সম্পাদকঃ

 আলী হোসেন, (শ্রীরামপুর)। 

★সহ প্রচার প্রকাশনা সম্পাদকঃ রোকন মিয়া, (ছয়হাড়া)। 

★ শিক্ষা ও বৃত্তি বিষক সম্পাদকঃ আবুল হাসান, মেম্বার ৯ নং ওয়ার্ড। ★দপ্তর সম্পাদকঃ

 নুরুল খান (ছয়হাড়া)।

★ সহ দপ্তর সম্পাদকঃ

মিঠু মিয়া (দরগাপাশা)।

◾নির্বাহী সদস্য◾

 মামুনুর রশীদ (হরিনগর), আঃ আলীম (আক্তাপাড়া), শাহাবুদ্দিন (কাবিলাখাই), রেজাউল করিম (হাসামপুর)। 

ইনশাআল্লাহ, শিক্ষা, সেবা,ঐক্য,শান্তি, সর্বোপরি, দরগাপাশা ইউনিয়নের সুনাম ও ঐতিহ্যকে বুকে ধারন করে উন্নয়ন আর অগ্রগতির সহযোগী সংগঠন হিসেবে বাতিঘর সমাজ কল্যাণ সংস্থা অনন্য ভুমিকা পালন করবে।

দুর্বার গতিতে এগিয়ে যাক 'বাতিঘর'  ( Lighthouse).

*

إرسال تعليق (0)
أحدث أقدم