দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে চারজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিন গতকাল সোমবার তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী বাবু, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক দেয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু সালেহ আহমদ।
গত ২০১৯ সালের ১০ মার্চ দোয়ারাবাজার উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর চেয়ারম্যান পদটি শূন্য হয়। গত ১৯ ডিসেম্বর দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, ৩ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি। আপিল দাখিলের শেষ তারিখ ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রের কার্যক্রম শেষে হলে প্রতীক বরাদ্দ হবে ১৪ জানুয়ারি। আর ভোটগ্রহণ ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুদ্দিন বলেন, ‘নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখন পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।’