তাহিরপুর সীমান্তে মাদকসহ এক ব্যবসায়ী আটক করেছে বিজিবি

 

সাবজল হোসাইন: 

তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

আটককৃত আসামি হলেন, তাহিরপুর উপজেলার সীমাম্ত জনপদ লালঘাট গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ রমজান আলী (৩৫)।

২৮ শে ডিসেম্বর সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি'র মিডিয়া সেল জানায়, ২৭ শে ডিসেম্বর রাত সাড়ে ৯ টার সময় সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ চারাগাঁও বিজিবি ক্যাম্পের একটি চৌকস টিম হাবিলদার শ্রী নিশিকান্ত দাসের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে, চারাগাঁও সীমান্ত জনপদ থেকে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমারেখার প্রায় ৪৫০ ফিট বাংলাদেশের অভ্যন্তরে থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১২ বোতল অফিসার চয়েস মদসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

সুনামগঞ্জ (২৮ ব্যাটালিয়ন) বিজিবি'র অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم