জগন্নাথপুরে দু'পক্ষের সংঘর্ষ আহত ১০, গ্রেফতার-১৪



স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত ও ১৪ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে  জগন্নাথপুর থানা পুলিশ। জানা যায় পৌর এলাকার ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উসতার গনী, হীরা মিয়া গং ও বদরুল ইসলাম, শাহ নিজামুল করিম গংদের মধ্যে ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটি ও ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও মামলা চলছে। এর জের ধরে সোমবার (১ নভেম্বর) রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে এস আই আব্দুস ছাত্তারের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দেশীয় অস্ত্র- (সুলপি) লাঠি, ঢালসহ ১৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ইসহাকপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সাবলুছ মিয়ার ছেলে নূর আলম (২৯), মৃত হাজি ফয়জুর রহমানের ছেলে ফারুক আহমদ ফরুখ (৫০), মৃত হাজি আতিক উল্লাহর ছেলে সুজন মিয়া (৩৫), মৃত জমশেদ আলীর ছেলে আলী নূর (২৩), মৃত সাবলুছ মিয়ার ছেলে শাহ আলম (৩৫), মৃত সালেহ আহমদের ছেলে জাকির আহমদ (২৫) মৃত খালিক উল্লাহর ছেলে সিজিল উল্লাহ (৩৬), আরব আলীর ছেলে আঙ্গুর মিয়া (২২), মৃত আছদ্দর আলীর ছেলে মোঃ হেলাল (২৬), ইনাতনগর গ্রামের নূর মোহাম্মদের ছেলে রুবেল মিয়া (২৩), মৃত ইয়াজ উল্লাহর ছেলে  মোঃ নজরুল ইসলাম (৫৮), মৃত আলতাব উল্লাহর ছেলে মনর আলী (৫২), মৃত হাজি তকলিছ উল্লাহর ছেলে মোঃ সফু মিয়া (২২), মৃত আকবর আলীর ছেলে মোঃ আব্দুল আউয়াল (২৭)। এ ঘটনায় দুই পক্ষের প্রায় ১০জন আহত হয়েছেন। আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে সংঘর্ষে বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামীদেরকে ২ রা নভেম্বর মঙ্গলবার সুনামগঞ্জ  আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করে যাচ্ছে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم