গ্রামকে শহরে পরিণত করতে হলে নৌকায় ভোট দিন- এড. দেবাংশু শেখর দাস



সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন  গ্রামে গ্রামে  দিনব্যাপী গণসংযোগ করে ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী (সুনামগঞ্জ জজকোর্টের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর)এডভোকেট দেবাংশু শেখর দাস। 

শনিবার দিনব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের শ্যামনগর, রশিদপুর ও ঠাকুরভোগ গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোটার সাথে শুভেচ্ছা  বিনিময় করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি ।

এসময় উপস্থিতি ছিলেন, শ্যামনগরের সামছুল ইসলাম, আলী পাশা,ইউপি সদস্য ইকবাল হোসেন, আরব আলী,সুমন মিয়া, দিপ্ত তালুকদার, সাংবাদিক নাইম তালুকদার, কান্দেব দাস, লেচু মিয়া, সজল দাস, অরি দাস, সুজন মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।

চেয়ারম্যান প্রার্থী এডভোকেট দেবাংশু শেখর দাস বলেছেন,স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা এই দেশে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে লাল সবুজের পতাকা নিয়ে অর্জিত হয়েছিল বাংলাদেশ নামক এই ভূখন্ডের। আজ জাতির পিতার উত্তরসূরী আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বিশ্বে বাংলাদেশ আজ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে আর প্রধানমন্ত্রীর সহযোদ্ধা হিসেবে সুনামগঞ্জের উন্নয়নের রুপকার এই জেলার কৃতি সন্তান আমাদের পিতৃতূল্য ব্যক্তিত্ব পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব  এম এ মান্নানের নেতৃত্বে এই জেলায় মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন ও চলমান থাকায় জেলায় অবকাঠামো উন্নয়নের ফলে জেলার দৃশ্যপঠ অনেকটা বদলে গেছে। প্রধানমন্ত্রী এবং পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্ঠায় আজ গ্রাম শহরে পরিণত হওয়ার লক্ষ্যে গ্রামাঞ্চলে যে উন্নয়নের ধারা সুচিত হয়েছে তা আরো এগিয়ে নিয়ে যেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রীর মনোনীত প্রার্থী হিসেবে নৌকার হলে আগামী ২৮ নভেম্বর ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। এই অবহেলিত পশ্চিম বীরগাঁও ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন সাধিত করতে হলে নৌকার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন,যোগ্য এবং শিক্ষিত প্রার্থী নির্বাচিত করতে না পারলে পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসী ও উন্নয়নে পিছিয়ে থাকবে। তাই এই সরকারের আমলে দেশ যেভাবে উন্নয়নের মহাসড়কে হাটছে এই অবহেলিত পশ্চিম বীরগাঁও ইউনিয়নকে সরকারের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃত্ত করতে হলে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে না পারলে অবহেলিত এই পশ্চিম বীরগাওঁ অবহেলিত থেকে যাবে। তাই আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জনগনের ভোটে তিনি নৌকার প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারলে এই পশ্চিম বীরগাঁওকে যোগাযোগের নেটওয়ার্কের আওতায় এনে একটি উন্নত সমৃদ্ধ,মাদকমুক্ত ডিজিটাল পশ্চিম বীরগাঁও ইউনিয়ন গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

*

إرسال تعليق (0)
أحدث أقدم