স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরের রাণীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী গরীব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, জনদরদী, তরুণ সমাজ সেবক মিলাদ মিয়া মনোনয়ন দাখিল করেছেন। আজ ২৫ নভেম্বর সকালে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। এসময়- ওয়ার্ডের বিশিষ্ট মুরুব্বীরা সহ তরুণ ও যুব সমাজের তিন শতাধিক জনতা উপস্থিত ছিলেন। জানা যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৬ ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শেষ সময়ে এসে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র দাখিলের প্রতিযোগিতা চলছে।।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরে হচ্ছে না। আগামী ২৬ ডিসেম্বর এই ধাপের ভোটগ্রহণ হতে পারে। আগামী ২৩ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা থাকার কারণে ভোট গ্রহণের এই তারিখ পেছাচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ন কবীর খোন্দকার