স্টাফ রিপোর্টার
দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষীদের কাছে চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংএ তিনি বলেন-ঐতিহ্যবাহী সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দ। আসসালামু আলাইকুম ও আদাব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন। এজন্য প্রথমেই আমি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, সফল প্রধানমন্ত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি। মনোনয়ন বোর্ডের সকল সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃব্দ যারা আমাকে উৎসাহ যোগিয়েছেন, সাহস দিয়েছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার সকল রাজনৈতিক সহযোদ্ধা যারা শত ষড়যন্ত্রের মধ্যেও আমাকে বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা ও সমর্থন দিয়েছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আমি এই ইউনিয়নের টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়েছিলাম।
কিন্তু দূর্ভাগ্যজনক বহুমুখী ষড়যন্ত্রের কারণে মাত্র ৫৪ ভোটে আমাকে পরাজয় মেনে নিতে হয়েছিল। শত ষড়যন্ত্র, মিথ্যা মামলা আর অপপ্রচার প্রতিনিয়ত মোকাবিলা করে কেবল আমার প্রিয় ইউনিয়নবাসীর সেবা করার জন্য এবারও আমি নির্বাচনে প্রার্থী হচ্ছি। " গ্রাম হবে শহর" মাননীয় প্রধানমন্ত্রীর এই আকাঙ্খাকে কাজে লাগিয়ে আমার প্রিয় এই ইউনিয়নকে দেশের একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তর করতে চাই। এর জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা, সমর্থন।
সম্মানিত ভোটারদের পবিত্র আমানতের মাধ্যমে আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ আমার অর্জিত অভিজ্ঞতা ও ভুল, ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যোমে আমি আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারবো। এবারই ইউনিয়ন পরিষদে আমার শেষ নির্বাচন। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে স্বপ্নের ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশাী। দেশে বিদেশে অবস্থানরত আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী- শুভানুধ্যায়ীসহ সকল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে বলবো। একা কোনো স্বপ্ন দেখলে সেটা স্বপ্ন থেকে যায়। আর সম্মিলিতভাবে স্বপ্ন দেখলে সেটা হয় বাস্তবায়নের সিঁড়ি। আসুন আমরা সম্মিলিতভাবে স্বপ্ন দেখি, সম্ভাবনার কথা বলি। পূণ্যভূমি সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে একটা মর্যাদাশীল আদর্শ ইউনিয়নে রূপান্তরিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের ন্যায় ভবিষ্যতেও আমি আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হবনা এটাই আমার বিশ্বাস। সকল ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি বিবেক বন্ধক রেখে কোনো অপশক্তির কাছে মাথা নত করিনি। আপনারাই আমার সাহস ও শক্তির উৎস। আপনাদের পরামর্শ, সহযোগিতা ও সমর্থন নিয়ে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।