জগন্নাথপুরে আনন্দমুখর পরিবেশে ৭ ইউনিয়নে ৩৬৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

আনন্দমুখর পরিবেশে জগন্নাথপুরে ৭ ইউনিয়নে ৩৬৯ প্রার্থীর মনোনয়ন দাখিল


স্টাফ রিপোর্টার

ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদে মোট ৩৬৯ প্রার্থী  মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত কয়েকদিন ধরে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা সদরে দায়িত্বরত সাত ইউনিয়নের তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ সদস্য পদে জন ২৪০ ও সংরক্ষিত পদে নারী সদস্য ৮৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। 

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন- 

কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাল হোসেন রানা, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা রফিক আহমদ, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান।

পাটলী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই আজাদ, স্বতন্ত্র প্রার্থী এনামুল ইসলাম, যুক্তরাজ্যপ্রবাসী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী নবাব সলিমুল্লাহ।


চিলাউড়া হলদিপুর ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরশ মিয়া, আওয়ামী লীগের দলীয় মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বকুল, আব্দুল মোমিন, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়া, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান।


রানীগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন শহিদুল ইসলাম রানা, আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মজলুল হক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আমান উল্লাহ লেছু, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী এম, সিরাজুল ইসলাম আশিক স্বতন্ত্র প্রার্থী য়ুক্তরাজ্যপ্রবাসী ছালিক মিয়া।


সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নে- আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল হাসান, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মুকিতুর রহমানী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী মকসুদ কোরেশী, আজহার কামালী, তানভীর আহমদ কামালী, আজাদ হোসেন চৌধুরী।


আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সত্তার, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ জমিরুল হক, স্বতন্ত্র প্রার্থী আহমেদ হোসাইন, স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, স্বতন্ত্র প্রার্থী লেবু মিয়া, শাহ তারেক রহমান, মোহাম্মদ আলী, আবু বক্কর খান।


পাইলগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুখলিছ মিয়া, আওয়ামী লীগের দলীয় প্রার্থী সুন্দর উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী ফারুক মিয়া, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা দবিরুল ইসলাম। 

সকাল থেকে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে খন্ড খন্ড মিছিল করে উপজেলা সদরে আসেন। কোন কোন প্রার্থী বিশাল শো- ডাউন করে মিছিলসহকারে এসে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

এসময় বিভিন্ন প্রার্থীদের মিছিলে আর শ্লোগানে উৎসবমুখর হয়ে উঠে উপজেলা পরিষদ প্রাঙ্গন। গত ১০ নভেম্বর নির্বাচন কর্তৃক চতুর্থ ধাপের জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে নির্বাচনের তফশিল ঘোষনা করে। ইউনিয়নগুলো হচ্ছে, কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর- শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন। এই সাত ইউনিয়নের মধ্যে কলকলিয়া, পাটলী ও রানীগঞ্জ ইউনিয়নের নির্বাচন রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, চিলাউড়া-হলদিপুর ও পাইলগাঁও ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার এবং সৈয়দপুর ও আশারকান্দি ইউনিয়নে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা গোলাম সারোয়ার।


জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন- ২৩ ডিসেম্বর এর পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জগন্নাথপুরে সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন। সাধারণ সদস্য পদে ২৪০ জন ও সংরক্ষিত পদে নারী প্রার্থী ৮৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৯ নভেম্বর প্রার্থী যাছাই বাছাই, ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দ।


*

إرسال تعليق (0)
أحدث أقدم