জগন্নাথপুরে নিজ এলাকায় সম্মাননা পেলেন সাংবাদিক ছামির মাহমুদ



নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মইজপুর গ্রামের কৃতী সন্তান সিলেট জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক ছামির মাহমুদ নিজ গ্রামে সম্মাননা পেয়েছেন।

১৮ নভেম্বর বৃহস্পতিবার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত ক্রিয়েটিভ এ্যাকশন ট্রাস্ট ইউকে এর উদ্যোগে মইজপুর গ্রামে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্টি সিরাজ মিয়া ও গুলবাহার বেগম। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ট্রাস্টের চেয়ারম্যান ছদরুল হক, ভাইস চেয়ারম্যান কদ্দুছ মিয়া, সেক্রেটারি আফরোজ আলী, ট্রাস্টি আবদুস সালেহ, তরাজ মিয়া, আবদুল হান্নান, আনোয়ার হোসেন, মতছির আলী। প্রবীণ মুরব্বি আবদুল খালিকের সভাপতিত্বে ও কয়ছর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মতিউর রহমান, শাহ আবদুন নুর, মাওলানা ফখরুদ্দিন প্রমূখ। সভায় আনুষ্ঠানিক ভাবে সিলেট জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ছামির মাহমুদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়া অ্যাডভোকেট মতিউর রহমান সহ আরো ৩ জন মুরব্বিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চে বসা ছিলেন সকল প্রবীণ মুরব্বিগণ। সভায় মুরব্বিদের যথাযত সম্মান প্রদান করা হয়।

সভায় ট্রাস্টের পক্ষ থেকে পুরস্কার হিসেবে গ্রামের প্রবীণ মুরব্বি ও কোরআনে হাফেজদের মধ্যে উন্নতমানের পোষাক বিতরণ করা হয়। এছাড়া প্রবীণ মহিলাদের ঘরে ঘরে শীবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল পৌছে দেয়া হয়। সভায় এলাকার প্রবীণ মুরব্বিগণ সহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

সভায় সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ছামির মাহমুদ অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মান আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। যা স্বরণীয় হয়ে থাকবে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন