জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুননবী সা. উদযাপন


স্টাফ রিপোর্টারঃ


মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ সা. এর জন্মদিনে সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুননবী সাঃ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৪ অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় জগন্নাথপুর উপজেলা আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। 

শুরুতে আলোচনা সভার  উদ্ভোদন করেন- বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় উপদেষ্টা, অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন। পরে ঈদে মিলাদুননবী সা. বাস্তবায়ন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক মাওলানা মোঃ নুরুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির আহমেদ ও যুগ্ন সদস্য সচিব ফারুক আহমদের যৌথ পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাহর কেন্দ্রীয় সহ সভাপতি, অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনইম মনজলালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক- অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক- ছাত্রনেতা মঞ্জুরুল করিম মহসিন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আব্দুল গণি সোহাগ, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড এর সভাপতি হাফিজ নূরুল হক, জগন্নাথপুর উপজেলা আলইস লাহ সভাপতি মাওলানা আজমল হোসেন জামী, উপজেলা আল ইসলাহর সাবেক সভাপতি মুফতি গিয়াস উদ্দিন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফিজ সমছু মিয়া, উপজেলা কোর্ট মসজিদের ইমাম নিজাম উদ্দিন জালালি, উপজেলা আল ইসলাহর অফিস সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ, তালামীযে ইসলামীয়া, জগন্নাথপুর পশ্চিম সভাপতি সাইদুল ইসলাম, তালামীযে ইসলাম জগন্নাথপুর পৌর শাখা সভাপতি ইমরান খান, বারহাল ডিগ্রি কলেজ প্রভাষক, মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদ। এসময় আঞ্জুমানে আল ইসলাহ ও আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন মাদ্রাসার সহস্রাধিক ছাত্রের উপস্থিতিতে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে মুনাজাত পরিচালনা করেন- অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।পরে জগন্নাথপুর পৌর পয়েন্টর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক মোবারক র‍্যালী অনুষ্ঠিত হয়।

*

إرسال تعليق (0)
أحدث أقدم