দোয়ারাবাজার প্রতিনিধিঃ
বন্যায় ও অতিবৃষ্টির কারণে দোয়ারাবাজার উপজেলা দোহালিয়া ইউনিয়নের ছাতক সুনামগঞ্জ সড়কের দোহালিয়া ইউনিয়নের মোড়ের অংশের বেহাল দশা। সদ্য তৈরি পাকা রাস্তাটি বিভিন্ন জায়গায় ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু সেদিকে নজর নেই চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের। এ অবস্থায় মানুষের ভোগান্তি কমাতে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করছেন সৌদি প্রবাসী ছমির উদ্দিন । এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান,দোহালিয়াবাজারে মোড়ে অতিবৃষ্টির কারণে ঢলে পাকা রাস্তার পিচ, ইট, পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দু’পাশ ভেঙে যাওয়ায় জনসাধারণ ও যানবাহন চলাচলে রাস্তাটি সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের জানানোর পরও কোনো উদ্যোগ নেয়া হয়নি সংস্কারের।
জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এলাকার সন্তান সৌদি প্রবাসী ছমির উদ্দিন নিজ উদ্যোগেই রাস্তাটি সংস্কার করে দেন। এমন মহৎ কাজের জন্য সকলেই তার প্রতি কৃতজ্ঞ।
অটোরিকশা চালকরা বলেন এ সড়কে প্রতিদিন ৪-৫শ’ যানবাহন চলাচল করে। ১ বছর ধরে রাস্তাটি ভেঙে গেলে মেম্বার-চেয়ারম্যানদের বলে কোনো লাভ হয়নি। ছমির উদ্দিন মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে এসেছেন। তার এই কাজকে সাধুবাদ জানাই।
ছমির উদ্দিন বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন ও জননেত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও মানবসেবায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে মাননীয় এমপি মুহিবুর রহমান মানিকের নির্দেশে অবিরত আমি নিজস্ব অর্থায়নে বিভিন্ন ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান, করোনাকালীন ত্রাণসামগ্রী, যুবকদের মধ্যে ক্রীড়া সামগ্রী, মুক্তিযোদ্ধাদের উপহার, শীতবস্ত্র, নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণসহ নানা জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি এবং ভবিষ্যতেও করে যাবো। জনগণের আশ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিবিড়ভাবে নিয়োজিত রাখবো।