মোঃ আব্দুল হাই, নিজস্ব প্রতিবেদক
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ কমিউনিটি নেতা সদ্য প্রয়াত আলহাজ জিল্লুল হক স্মরনে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শ্রীরামসী চাঁদবোয়ালী গ্রামের সন্তান আলহাজ¦ জিল্লুল হক একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠনে ব্রিটেনে অন্যন্য ভূমিকা পালন করেন। তিনি শুধু মুক্তিযুদ্ধে নয় ব্রিটেনে বাঙ্গালী কমিউনিটির উন্নয়ন অগ্রযাত্রায়ও বিশেষ ভূমিকা রাখেন। এছাড়াও তিনি পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের প্রেসিডেন্ট-এর দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য আলহাজ¦ জিল্লুল হক এক সময় যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দায়িত্বও পালন করেন। যুক্তরাজ্য তথা জগন্নাথপুরের অত্যান্ত সুপরিচিত গুনী এই ব্যক্তির স্মরনে সোমবার সকাল ১১টায় শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে এবং মরহুম জিল্লুল হকের স্নেহধন্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ আহবাব হোসেন মোঃ, আব্দুল সোবহান,মোঃ লয়লুছ মিয়া এবং মোঃ আব্দাল মিয়ার সার্বিক সহযোগিতায় শোক সভার আয়োজন করা হয়। শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে, হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলীর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আকমল হোসেন। শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মোখলেছুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক আব্দুল কুদ্দুছ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের সাবেক সদস্য আজাদুল ইসলাম, গোলাম রব্বানী রুনু, প্রভাষক নুর মোহাম্মদ জুয়েল সহ আরো অনেকে। বক্তারা প্রয়াত জিল্লুল হকের বর্নাঢ্য জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক জামাল উদ্দিন। এসময় শ্ররিামসী ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি বিশিষ্ঠ মুরব্বী দবির মিয়া, সহ-সভাপতি সজিদ আলী, হারুন মিয়া, সাবেক ইউপি সদস্য ফখরুদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুল মছব্বির, শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের সাবেক সদস্য হিরন মিয়া, ব্যবসায়ী বশির মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে প্রয়াত আলহাজ¦ জিল্লুল হকের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।