গোবিন্দ দেব জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর,সর্দি, কাশি-ডায়রিয়া রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। প্রতিদিনই এইসব জ্বর,সর্দি, কাশি- রোগে আক্রান্ত ২৫/৩০ চিকিৎসা নিতে আসেন। এর মধ্য করোনা টেস্টের জন্য ১০/১২ নমুনা দিচ্ছেন।। প্রতি নমুনা রিপোর্টে ২/ ৩ করে করোনা আক্রান্ত হচ্চেন।তাদের কে আইসোলেশন নিয়ে চিকিৎসা দেওয়া হচ্চে। এদিকে প্রতিদিন ১০ /১২ ডাইরিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসেন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে। এর মধ্য হাসপাতালে ভর্তি হচ্ছেন ৭/৮ জন রোগি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার সকালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: মোহাম্মদ জাহিদুল হাসান এমন তথ্য জানিয়েছেন।
Most favourite bangla news | ajkeralo |
আজকের আলাে | লাখাে পাঠকের অনলাইন
ঠিকানা | www.ajkeralo.com
তিনি বলেন, গত কয়েকদিনের প্রচন্ড তাপদাহে জগন্নাথপুরে ভাইরাসজনিত রোগ জ্বর, সর্দি ও কাশি’র প্রার্দুভার দেখা দিয়েছে। গত দুই তিন সপ্তাহ ধরে শতাধিক ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।ডাইরিয়ায় হাসপাতালে ভর্তির রয়েছেন ৮ জন।
Most favourite bangla news | ajkeralo |
আজকের আলাে | লাখাে পাঠকের অনলাইন
ঠিকানা | www.ajkeralo.com
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আশিষ দেব বলেন, আজ বৃহস্পতিবার রাত থেকে আমার ছেলে ডাইরিয়া আক্রান্ত হয়েছে, তাকে নিয়ে আসি, এখন ও হাসপাতালে ভর্তি রয়েছে সে। পুর্ব ভবানীপুর এলাকার লালু মিয়া বলেন- গতকাল আমার বড় বোন ডাইরিয়ায় আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে এলে ডাক্তার ভর্তি দিয়েছেন। প্রতি দিন দুই তিন জন ডাইরিয়া আক্রান্ত রুগী আসে। জগন্নাথপুর হাসপাতালের নার্স রিতা রানী তা
Most favourite bangla news | ajkeralo |
আজকের আলাে | লাখাে পাঠকের অনলাইন
ঠিকানা | www.ajkeralo.com
লুকদার বলেন, প্রতিদিন ডাইরিয়া আক্রান্ত রুগী ৪/ ৫ জন আসে। এখন ও ৮ জন ভর্তি রয়েছেন। ডায়রিয়ায় আক্রান্ত আরেক রোগে কুলসুমা বেগন বলেন, গত দুই দিন ধরে ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়েছি। চিকিৎসকরা বলেছেন, নতুন পানি ও গরমজনিত কারনে এ রোগ হয়েছে। ঔষধ সেবনের পরার্মশ দিয়েছেন। জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর জানান, জ্বর,সর্দি, কাশি-ডায়রিয়া রোগের প্রার্দুভাব দেখা দিয়ে। আমরা চিকিৎসা দিচ্ছি। জ্বর, কাশি, রোগীদের নমুনা টেস্টের কথা বললে করতে চাননা অনেকে।