সুনামগঞ্জের দিরাইয়ে স্পিডবোটের ধাক্কায় এক বৃদ্ধ নিখোঁজ | আজকের আলো

সুনামগঞ্জের দিরাইয়ে স্পিডবোটের ধাক্কায় এক বৃদ্ধ নিখোঁজ | আজকের আলো


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:-

সুনামগঞ্জ দিরাইয়ে এক যুক্তরাজ্য প্রবাসী বেপরোয়া গতিতে স্পিডবোট চালিয়ে ছোট নৌকায় থাকা বৃদ্ধকে ধাক্কা দিলে গুরুতর আহত ওই বৃদ্ধ পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ বৃদ্ধ দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে বদিউজ্জামান (৫৫)। তিনি পেশায় ফেরিওয়ালা। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইউনিয়নের শাহপরান বাজারের দক্ষিণ পশ্চিমে অবস্থিত হ্যারাচ্যাপ্টি নদীতে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর নৌকা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলেও এখন বদিউজ্জামানের সন্ধান পাওয়া যায়নি। আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে বদিউজ্জামানকে উদ্ধারের চেষ্টা করছেন।সুনামগঞ্জের দিরাইয়ে স্পিডবোটের ধাক্কায় এক বৃদ্ধ নিখোঁজ | আজকের আলো

দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ বদিউজ্জামান একজন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী। ফেরি করে টুকটাক জিনিসপত্র বিক্রি করে সংসার চলে তার। ঘটনার দিন শাহপরান বাজারে গিয়ে বেচা বিক্রি শেষে নিজের ছোট নৌকায় বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে ইউনিয়নের রায় বাঙ্গালী আটপুরিয়া গ্রামের মৃত আরব আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানী বেপরোয়া গতিতে স্পিডবোট চালিয়ে এসে বদিউজ্জামানকে ধাক্কা দেয়। এতে বদিউজ্জামান গুরুতর আহত হয়ে নৌকাসহ পানিতে তলিয়ে যান। সুনামগঞ্জের দিরাইয়ে স্পিডবোটের ধাক্কায় এক বৃদ্ধ নিখোঁজ | আজকের আলো

দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।


*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন