মধ্যনগর প্রতিনিধি :
করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের মধ্যনগর থানায় পালিত হচ্ছে কঠোর লকডাউন। আজ সকাল থেকে সর্বাত্মক লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে মধ্যনগর থানা পুলিশ।
সকাল থেকেই ফাঁকা রাস্তাঘাট। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।
Most favourite bangla news | ajkeralo |
আজকের আলাে | লাখাে পাঠকের অনলাইন
ঠিকানা | www.ajkeralo.com
লকডাউনের আওতামুক্ত ব্যতীত খোলেনি অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। সর্বত্র কমেছে মানুষের উপস্থিতি।
সরেজমিন দেখা যায়, বন্ধ রয়েছে জরুরি ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান।
মহড়া দিচ্ছেন অলি-গলিতেও, পুলিশ সদস্যরা হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারনার পাশাপাশি, জনসাধারণকে বিনা প্রয়োজনে বাহিরে যেতে নিষেধ করছেন। এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ নির্মল চন্দ্র দেব ও মধ্যনগর থানার সক্রিয় পুলিশ সদস্যরা।
Most favourite bangla news | ajkeralo |
আজকের আলাে | লাখাে পাঠকের অনলাইন
ঠিকানা | www.ajkeralo.com
এদিকে, কেউ বিনা প্রয়োজনে বাহিরে এলে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আহবান জানিয়ে বলেন, মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে রাস্তায় বের হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কঠোর লকডাউন বাস্তবায়নে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।