এক আম সাড়ে চার কেজি! | আজকের আলো

এক আম সাড়ে চার কেজি! | আজকের আলো


আহমেদ হোসাইন ছানু, বরগুনা থেকে

একটি ফজলি আমের ওজন সাড়ে চার কেজি। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এমন আমের সন্ধান পাওয়া গেছে বরগুনার পাথরঘাটায় আয়াতুল্লা এগ্রিকালচার ফার্মে। ২৭ ধরনের গাছ রয়েছে এ ফার্মে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফল হচ্ছে সাড়ে ৪ কেজি ওজনের জমিদার ফজলি আম। ব্রুনাই জাতের ছোট একটি গাছে ৩৫ থেকে ৪০টি আম অবাক করেছে দর্শনার্থীদের।

পাথরঘাটা পৌর শহর থেকে আড়াই কিলোমিটার উত্তর-পশ্চিমে সদর ইউনিয়নের উত্তর হাতেমপুর গ্রামের আসাদুজ্জামান রাসেলের আয়াতুল্লাহ এগ্রিকালচার ফার্মে গিয়ে দেখা যায়, সাত ফুট উচ্চতার ব্রুনাই জাতের আম গাছটির আমের ভারে ঝুঁকে পড়েছে। এ কারণে গাছটির ডালপালা চারদিকে অন্য গাছের সঙ্গে টানা দিয়ে রাখা হয়েছে।


বাগানের মালিক আসাদুজ্জামান রাসেল জানান, তার বাগানে ২৭ ধরনের ফলের গাছ রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফল হচ্ছে সাড়ে ৪ কেজি ওজনের ব্রুনাই আম। আম ছাড়াও বাগানে বিভিন্ন ধরনের ফলের মধ্যে ত্বিন ফল, জাপানের জাতীয় ফল বাচ্চিমন, আলুবোখারা, করোছল, মৌবাতামী, ড্রাগন, মাল্টা, পেয়ারাসহ অনেক বাহারি রঙের নজরকাড়া ফল রয়েছে।

বাগানে ঘুরতে আসা আকন মোহাম্মদ বশির জানান, তার জীবনে এতো বড় আম সরাসরি কখনও দেখনি। তার পরিবারের সদস্যদের দেখানোর জন্য দুটি আম কিনেছেন তিনি। পাথরঘাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, এত বড় আম সহজে পাওয়া যায় না তাই দুটি আম সংগ্রহ করেছি। যার ওজন হয়েছে সাত কেজি ৮শ গ্রাম।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল জানান, হাতেমপুর গ্রামের রাসেল এই অঞ্চলে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছি। এই অঞ্চলে এ ধরনের ফল বাগান আর কোথাও দেখা যাচ্ছে না। পাথরঘাটায় আয়াতুল্লাহ এগ্রিকালচার ফার্মে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সাড়ে ৪ কেজি ওজনের আম।


*

إرسال تعليق (0)
أحدث أقدم