সুনামগঞ্জে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালন

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:

স্মরণসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সুনামগঞ্জে পালিত হয়েছে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা, দৈনিক যুগান্তর ও যমুন টেলিভিশনের চেয়ারম্যান ছিলেন একজন দেশপ্রেমিক মানুষ। তিনি দেশের একজন সফল শিল্প উদ্যোক্তা ছিলেন। একদিকে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। পরবর্তীতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার জন্য শিল্প-কারখানা গড়ে তোলে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তারই স্বপ্নে দেশে গড়ে উঠেছে যমুনার একাধিক ইন্ডাষ্ট্রিয়াল পার্ক। দেশে বেসরকারী খাতে কর্মসংস্থানের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এখন যমুনা গ্রুপ।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজনে

সোমবার বিকেলে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মেলনকক্ষে উক্ত স্বরণসভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও যুগান্তরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীরের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি মাসুম হেলাল, সুনামগঞ্জ প্রেসক্লাব একাংশের সভাপতি শাহজাহান চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী।

স্মরণসভা শেষে

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত। দোয়া মাহফিল পরিচালনা করেন সুনামগঞ্জ কোতোয়ালি থানা মসজিদের খতিব ও ইমাম মাওলানা সালেহ আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক যায় যায় দিনের স্টাফ রিপোর্টার ঝুনু চৌধুরী, আমাদের অর্থনীতির প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, ইউএনবি প্রতিনিধি অরুণ চত্রবর্তী, সময় টিভি প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সহযোগী সম্পাদক বিশ্বজিৎ সেন পাপন, ডিবিসি টিভি প্রতিনিধি আমিনুল ইসলাম, গণমাধ্যম প্রতিনিধি প্রতিনিধি মোশাইদ রাহাত, রুজেল আহমদ, স্বজন সমাবেশের ফাহমিদুর রহমান সাকিব, রইছুজ্জামান পীর, শহীদুজ্জামান মিশু, হাফিজুর রহমান প্রমুখ।


*

إرسال تعليق (0)
أحدث أقدم