জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় এক মহিলা আহত | আজকের আলো



জগন্নাথপুর  প্রতিনিধি 


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শাসননবি  এলাকায় সন্ত্রাসী হামলয় চাবিরুল বেগম  (৪৫) নামের এক  নিরিহ মহিলা কে পিটিয়ে  আহত করেছে। সন্ত্রাসীরা তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর এলাকার শাসননবি গ্রামের  বাসিন্দা। গতকাল সোমবার  (৫ জুলাই)  দুপুর  ১ টায়  এ হামলার ঘটনা ঘটে। আহত ছাবিরুন বেগম  কে জগন্নাথপুর  উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


আহত মহিলা মিরপুর  ইউনিয়নের শাসননবি গ্রামের সুরুজ আলীর স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১ টায় একই গ্রামের মৃত তাজ উল্লার পুত্র মিরাজ মিয়া সহ ৩/৪ জন মিলে ছাবিরুন বেগমের বাড়িতে গিয়ে অতর্কিতভাবে হামলা করে। দীর্ঘদিন ধরে সমস্যা নিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে। 


তার ভয়ে  এলাকার লোক কোন কথা বলার সাহস পায় না। এসময় ছাবিরুন বেগমের  চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর  হাসপাতালে ভর্তি পাঠান। বড় ছেলে আজারুল ইসলাম  জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে আমার পরিবার উপর নানান ভাবে নির্যাতন করে আসছে। আমি কাজে বাড়ির বাইরে আশায় ও আমার বাবা অসুস্থ।


 মিরাজ মিয়াসহ তার দলবল নিয়ে আমার বাড়ি গিয়ে হামলা করে তিনি আরো বলেন, মিরাজ আমাদের সাথে পূর্ব বিরোধ থাকলেও কিছুদিন আগে এলাকায় সালিসি বিচারের মাধ্যমে তা সমাধান করা হয়। এ বিরোধের কারণেই হামলা করে।  আজারুল ইসলাম বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত মহিলা জগন্নাথপুর  হাসপাতালে ভর্তি আছেন। এএসআই শিপলু মজুমদার জানান থানায় অভিযোগ এসেছে । আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিব।

*

إرسال تعليق (0)
أحدث أقدم