জগন্নাথপুরে মৎস্যজীবিদের নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা সভা

কোম্পানীগঞ্জের কলাপাড়ার শতাধিক পরিবার পেল ঈদ উপহার


আমিনুর রহমান জিলু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কমিউনিটি -বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অভিজ্ঞতা বিনিময় সফর উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মূলত মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে অভয়াশ্রমের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বুঝাতে ১৭ জুলাই দুপুরে জগন্নাথপুর থেকে ২০ জন মৎস্যজীবিকে নিয়ে শ্রীমঙ্গলের বাইক্কা বিলে এই প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার মোঃ এমদাদুল হক, শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ ফারাজুল কবির, ঢাক  থেকে আগত বি সি এস ফিসারিজ সমীর কুমার সরকার, জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসার মোঃ আক্তারুজ্জামান প্রমুখ

পরে আগত মৎস্যজীবিদের নিয়ে বাইক্কা বিলের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে অভয়াশ্রমের গুরুত্ব ও উপকারীতা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয়বস্তু তুলে ধরা হয়। এটি বাস্তবায়নে সহযোগিতা করছে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

*

إرسال تعليق (0)
أحدث أقدم