সুনামগঞ্জে সেনাবাহিনীর টহল ও ত্রাণ বিতরণ | আজকের আলো

সুনামগঞ্জে সেনাবাহিনীর টহল ও ত্রাণ বিতরণ


লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ

বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ৬ জুলাই মঙ্গলবার বেলা ৩টায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন এবং হত দরিদ্র দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।  বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেসবাহ উদ্দিন আহমেদ এসপিপি এ এফ ডব্লিওসি পিএসসি এর নেতৃত্বাধীন একটি টীম সুনামগঞ্জ শহরের পুরাতন বাসট্যান্ড, ট্রাফিক মোড়, মধ্য বাজার, পশ্চিম বাজার, পূর্ব বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। সেনাবাহিনীর সদস্য গণ জন সাধারণ কে স্বাস্থ্য বিধি মেনে চলার এবং সরকারের নির্দেশিত আইন মেনে চলার আহবান জানান। এ  সময় সেনাবাহিনীর পক্ষ থেকে হত দরিদ্র দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।  পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেসবাহ উদ্দিন আহমেদ বলেন বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায় থেকে আমাদের নির্দেশ দিয়েছেন আজ থেকে আমরা যেন করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া এবং হত দরিদ্র দের সাহায্য সহায়তা প্রদান করি।  আজ থেকে সুনামগঞ্জ থেকে আমরা এটির কার্যক্রম চালূ করলাম ইনশাল্লাহ এ ধারা অব্যাহত থাকবে।  বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সব ধরনের কাজে সহযোগিতা করে যাব। 

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ কর্ণেল মাহবুব, মেজর হাসনাইন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, ক্যাপ্টেন তকি, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহরিয়ার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

*

إرسال تعليق (0)
أحدث أقدم