দোয়ারাবাজারে ড্রেনেজ কাঠামো নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ | আজকের আলো

Most favourite bangla news | ajkeralo |  আজকের আলাে | লাখাে পাঠকের অনলাইন  ঠিকানা | www.ajkeralo.com


দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হক নগরে প্রায় মাস খানেক আগে শুরু হওয়া ড্রেনেজ কাঠামো নির্মাণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ শেষ হবার আগেই ভেঙ্গে পড়েছে ড্রেন। এতে করে রাজস্ব বাজেটের আওতায় ২৪১ মিটার সেচ ও নিকাশ ড্রেনেজ কাঠামো মেরামত ও সংরক্ষণ কার্যক্রমের জন্য ১৭ লাখ টাকা বরাদ্দের উপপ্রকল্পটি শুরুতেই হুচট খেলো।

Most favourite bangla news | ajkeralo |

আজকের আলাে | লাখাে পাঠকের অনলাইন

ঠিকানা | www.ajkeralo.com

জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পটির কাজ পায়। প্রকল্পের কাজে ঠিকাদার সিরাজুল ইসলামের সাথে হক নগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদের অংশীদারিত্ব রয়েছে। চলতি বছরের জুন মাসে ড্রেনেজ কাঠামো নির্মাণের কাজ শেষ হওয়ার সময়সীমা থাকলেও কাজটি শুরুই হয়েছে জুন মাসে। বর্ষা মৌসুম হওয়ায় ভারী বৃষ্টি পাতের কারণে কাজের কোনো অগ্রগতি হয়নি। উল্টো কাজ শেষ হবার আগেই প্রায় ২০০ ফুট ড্রেন ভেঙ্গে পড়েছে। বৃষ্টির পানিতে ড্রেনের ভেঙ্গে পড়া অংশের পার্শ্ববর্তী জমির মাটি ড্রেনের ভেতরে সরে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্ধারিত সময়ের শুরুতে কাজ না করে বর্ষা মৌসুমে কাজ ধরা হয়েছে। কাজের মান তদারকির অভাবে ও নিন্মমানের কাজের কারণে ড্রেনটি ধসে পড়েছে। এদিকে ড্রেনেজ কাঠামো ধসে পরায় আগামী বোরো ফসল নিয়ে দুশ্চিন্তা করছেন প্রায় ১ হাজার একর বোরো ফসলি জমির উপকার ভোগী পরিবার। দ্রুত টেকসই ভাবে ড্রেনটি নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

*

إرسال تعليق (0)
أحدث أقدم