দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ দিরাইয়ে যুক্তরাজ্য প্রবাসীর বেপরোয়া গতির স্পিডবোটের ধাক্কায় নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর ভেসে উঠলো বৃদ্ধর লাশ
নিখোঁজ বৃদ্ধ দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে বদিউজ্জামান (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বদিউজ্জামান একজন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। ফেরি করে টুকটাক জিনিসপত্র বিক্রি করে সংসার চলে তার। মঙ্গলবার (৬ জুলাই) শাহপরান বাজারে গিয়ে বেচা বিক্রি শেষে নিজের ছোট নৌকায় বাড়িতে ফিরছিলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছলে
রায়বাঙ্গালী ইউনিয়নের আটপুরিয়া গ্রামের মৃত আরব আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানী বেপরোয়া গতিতে স্পিডবোট চালিয়ে এসে বদিউজ্জামানকে ধাক্কা দেয়। এতে বদিউজ্জামান গুরুতর আহত হয়ে নৌকাসহ পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
সংবাদ পেয়ে দিরাই ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করলেও নদীর গভীরতা বেশী হওয়ায় তারা ব্যর্থ হয়ে ফিরে যান।
পরে নিখোঁজের একদিন পর বুধবার (৭ জুলাই) সকালে স্থানীয় শাহপরান বাজারের সামনের নদীতে তার মরদেহ ভেসে উঠলে বাজারে থাকা লোকজন দেখতে পায় । এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।