কোম্পানিগঞ্জে করোনা মোকাবেলায় মাঠে নেমেছে সামাজিক কমিটি | আজকের আলো

করোনা মোকাবেলায় মাঠে নেমেছে সামাজিক কমিটি | আজকের আলো

নিজস্ব প্রতিবেদক, কোম্পানিগঞ্জ থেকে


বৈশিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কোম্পানীগঞ্জ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সামাজিক কমিটি গঠন ও সক্রিয় হচ্ছে। গত শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন সামাজিক কমিটি গুলো মাঠে কাজ করার কথা জানান। যথারিতি প্রতিরোধ কমিটির আহবায়ক নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য নিশ্চিত করেন। উক্ত কমিটিতে পদাধিকার বলে  ওয়ার্ড কমিটির সভাপতি হবেন ইউপি সদস্য ও ইউনিয়ন কমিটিতে সভাপতি হবেন ইউপি চেয়ারম্যানগণ। প্রতিরোধ কমেটির সাভাপতি ও ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন উনার ইউনিয়নে উনি মহামারী করোনা প্রতিরোধ করতে সব সময় সক্রিয় ছিলেন। তিনি আরো বলেন অন্য এলাকা বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা এখনো অনেকটা ভালো আছি। 


এই অবস্থা ধরে রাখতে হলে গঠিত সামাজিক কমিটি গুলো সক্রিয় হয়ে মাঠে কাজ করা প্রয়োজন। প্রতিরোধ কমেটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান তিনি জানান প্রতিটি এলাকায় গঠিত কমিটি সক্রিয় ভাবে কাজ করতে হবে। কারন আমরা বুঝতে পারছি এখনো মানুষের মধ্যে সচেতনতার অনেকটাই অভাব রয়েছে। বর্তমানে বৈশিক মহামারী করোনা শুধু প্রশাসন কিংবা গঠন করে দেওয়া সামাজিক কমিটির পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। এই সংকটকালে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

*

إرسال تعليق (0)
أحدث أقدم