জগন্নাথপুরে একদিনে ৩৪ জন করোনা পজিটিভ শনাক্ত | আজকের আলো

জগন্নাথপুরে একদিনে ৩৪ জন করোনা পজিটিভ শনাক্ত | আজকের আলো


গোবিন্দ দেব, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত ২৪ঘন্টায়  ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে জগন্নাথপুর উপজেলায় ৫৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরও ৩৪ জন কোভিড- ১৯ পজিটিভ সনাক্ত হয়েছেন। এরমধ্যে পৌরসভা-২০ জন, রানীগন্জ-০২ জন, হলদীপুর-০২জন, আশারকান্দি-০৩ জন, কলকলিয়া-০২জন, সৈয়দপুর-০২জন, পাটলী-০১ জন, মিরপুর-০১জন, বিশ্বনাথ উপজেলা০১জন। মোট, আক্রান্ত - ৩১৪, হোম আইসোলেশন - ৬২, হাসপাতাল আইসোলেশন- ৩, মৃত্যু -২, মোট সুস্থ - ২৪৭ । জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয। লকডাউন কার্যকর করতে লকডাউনের ১১ তম  দিনে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপের নেতৃত্বে ও সেনাবাহিনীর উপস্থিতিতে পৌরশহরের জগন্নাথপুর বাজার এলাকায়, হাসপাতাল পয়েন্ট, ভবেরবাজার, মিরপুর বাজারসহ বিভিন্ন স্থানে অবিরাম টহল দিয়ে যাচ্ছেন। ৩ জুলাই থেকে এই পর্যন্ত  জগন্নাথপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন- কেউ স্বাস্থ্যবিধি মানছেননা, মাক্স ছাড়া অবাধে চলাফেরা করছেন এতে যেকোনো সময় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم