শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করলেন কোম্পানীগঞ্জের ইউএনও

 




মোঃ শাহীন মিয়া কোম্পানীগঞ্জঃ


শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন আচার্য। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (২৩ জুন) বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের কাছ থেকে এই পুরস্কার নেন তিনি। 

এসময় অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ এর জন্য উপজেলা কার্যালয়ের শ্রেষ্ঠ দপ্তর প্রধান (উপজেলা নির্বাহী অফিসার) হিসেবে সুমন আচার্যকে নির্বাচিত করা হয়। পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেয়া হয়।

বুধবার পুরস্কার গ্রহণ শেষে তিনি জেলা প্রশাসক, ব্যাচমেট, সহকর্মী ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সুমন আচার্য বলেন, শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ সম্মাননা দায়বদ্ধতা বাড়ানোর সাথে সাথে আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগাবে।

প্রসঙ্গত, গত ৩ জুন শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ এর জন্য উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের নাম ঘোষণা করা হয়।

*

إرسال تعليق (0)
أحدث أقدم