জগন্নাথপুরে গোদাম সংকটে ধান চাল ক্রয়ে বিঘ্ন সৃষ্টি, হতাশ কৃষক ও মিল মালিক : নতুন গুদামের দাবি

 



মোঃ আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ)ঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে খাদ্য গুদাম সংকটে  ধান চাল  সংগ্রহে ভিঘ্ন সৃষ্টি হয়েছে।

গুদামে ধান, চাল দিতে না পারায় ক্ষুভ ও দুঃখ প্রকাশ  করেছেন কৃষক ও মিলাররা। নতুন গুদাম তৈরি করতে সরকারের প্রতি এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি। উপজেলার বিভিন্ন এলাকার মিল মালিক ও কৃষকদের সাথে আলাপকালে  জানা যায়,

কৃষকরা ধান শুকিয়ে ও মিল মালিকরা চাল প্রস্তূত করে অপেক্ষায় গুদামে দেওয়ার জন্য । কিন্ত ধান ও চাল দিতে পারছেন না। উপজেলায়  ২২টি অটরাইস মিল এর সঙ্গে সরকারের চুক্তি হওয়ায় মিলাররা চাল দিতে খাদ্য গুদামে  দিন রাত  যোগাযোগ করে ও গুদামে জায়গা সংকটে ব্যর্থ হয়ে ফিরতে হচ্ছে । এ  বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুর রব জানান, গুদাম সংকটের কারনে ধান চাল সংগ্রহে একটু বিঘ্ন সৃষ্টি হয়েছে ,আশা করি  ধান চাল সরিয়ে  জায়গা সৃষ্টির মাধ্যমে সংগ্ৰহ কার্যক্রম তরান্বিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم