বিশ্বনাথে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 



বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৩৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।  

বুধবার দুপুুরে উপজেলা বিআরডিবি হলরুমে বিতরণ পূর্ব সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস।

কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের শুভেচ্ছা বক্তব্য’র পর ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষকের মাঝে বিতরণ করা হয় ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার। এসময় উপস্থিত ছিলেন জনস্বাসস্থ্য প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

*

إرسال تعليق (0)
أحدث أقدم