পেরেন্টস কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ



নিজস্ব প্রতিবেদকঃ

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান   অধ্যাপক শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাঈনুল ইসলাম খানঁ নিখিলে  নির্দেশনায়  পেরেন্টস কেয়ার ফাউন্ডেশনে অর্থয়নে করোনা মহামারী ক্ষতিগ্রস্তদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই শত পরিবারের মধ্যে এান সামগ্রী বিতরন করা হয়েছে। সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়নে  রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্টানের আয়োজন করা হয়। আজ ১০ মে সোমবার বিকাল পাঁচ টায়, পেরেন্টস কেয়ার ফাউন্ডেশনে চেয়ারম্যান মন্জুরুল ইসলামে সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাএলীগ নেতা আল মামুন জয়ের পরিচালনায়। ইফতার ও এান সামগ্রী বিতরন অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। অনুষ্ঠানে  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয়  আওয়ামী যুবলীগের উপ সাংস্কৃতিক  সম্পাদক ফজলে রাব্বি স্বরন, বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলাগীর  কার্যকরী কমিটির সদস্য নুরুল ইসলাম নুর মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত,রৌয়াইল ইস্কুলে  প্রতিষ্ঠাতা  প্রধান শিক্ষক   নুরুল ইসলাম   রৌয়াইল ওয়াড আওয়ামী লীগের সভাপতি  হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলেট মহানগর আওয়ামী লীগের ২০ নং ওয়ার্ডের  দপ্তর সম্পাদক  শাহাজান সিরাজী। দক্ষিণ সুনামগঞ্জের  শিমুল বাক ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  জিতু  মিয়া ,জগন্নাথপুর পৌর সভার   প্যানেল মেয়র,  সাফরুজ ইসলাম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন। ইসলাম উদ্দিন,সাবেক ওয়াড   আওয়ামী লীগ সভাপতি আব্দুল সালাম,, জগলুল হক আবুল, মাহাতাব হোসেন, মাহবুব হোসেন মিটু,জাকির হোসেন,জামাল, প্রমুখ। ঈদ উপহারের  মধ্যে  রয়েছে। আলু ২ কেজি, দুধ ৫০০ গ্রাম,চিনি ১ কেজি,খাজুর ৫০০ গ্রাম, সেমাই দুই পের্কেট ,,হতদরিদ্র  ২ শত পরিবারের মধ্যে বিতন করা হয়।। গ্রামের হতদরিদ্র  আনোয়ার মিয়াকে পেরেন্টস কেয়ার ফাউন্ডেশনে পক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক  ফজলে রাব্বি স্বরনের হাত  থেকে   ৫০ হাজার টাকার  মুল্যর একটি ঘরের চাবি হস্তান্তর  করা  হয়েছে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم