মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও অস্ত্র সহ গ্রেফতার- ৩



নিজস্ব প্রতিবেদক

 ১৪/০৫/২১ইং গোপন সংবাদের ভিত্তিতে সংবাদপ্রাপ্ত হইয়া মোগলাবাজার থানাধীন সিলাম খালপাড় সাকিনস্থ ধৃত আসামী মোবারক হোসেন তুহিন এর বসতবাড়ী সংলগ্ন পরিত্যক্ত ঘরে অপহৃত ব্যক্তিকে হাত পা বাঁধিয়া আটক করিয়া রাখে। বিষয়টি পুলিশের সন্দেহ হইলে পুলিশ তাহাদেরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা একেক সময় একেক কথা বলে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোবারক হোসেন তুহিন জানায় সুমন মিয়া (৩২) এর সাথে কামরুল ইসলাম লিমন এবং তাহার মাদকের (ইয়াবা ট্যাবলেট) কেনা বেচার টাকা নিয়া তাহাদের মধ্যে লেনদেন রহিয়াছে। এই সুমন মিয়ার নিকট কামরুল ইসলাম লিমন ও মোবারক হোসেন তুহিন বেশ কিছুদিন যাবৎ কিছু টাকা পাওনাদার থাকিলেও সুমন মিয়া উক্ত টাকা না দিয়া তাহাদেরকে টাকা দেওয়ার কথা বলিয়া সময় ক্ষেপন করিতেছে। বিধায় কামরুল ইসলাম লিমন ১৪/০৫/২০২১ইং অনুমান ১৪:৩০ ঘটিকায় দক্ষিন সুরমা থানাধীন সিলভার ভিলেজ এলাকা হইতে সুমন মিয়াকে আটক করিয়া কামরুল ইসলাম লিমনের প্রাইভেটকারে তুলিয়া তাহার হাত-পা বাঁধিয়া প্রাইভেটকারের পিছনের সিটে রাখিয়া বিভিন্নস্থানে ঘুরিয়া প্রাইভেটকার সহ তাহাকে নিয়া মোগলাবাজার থানাধীন সিলাম খালপাড় সাকিনস্থ মোবারক হোসেন তুহিনের বাড়ীর সামনে আনিয়া সুমন মিয়াকে রিভলবার এবং ইয়াবা ট্যাবলেট দিয়া পুলিশের নিকট দিয়া দেওয়ার জন্য নিয়া আসে। কামরুল ইসলাম লিমন তাহাদের প্রাইভেটকারের ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় থাকা সুমন মিয়াকে ফাঁসানোর জন্য আনা অস্ত্র ও ইয়াবা বাজারের কাপড়ের ব্যাগের ভিতর ঢুকাইয়া মোবারক হোসেন তুহিনকে দেয়। পরে মোবারক হোসেন তুহিন পুলিশকে সংবাদ দেয় এবং পুলিশ সেখানে গেলে কামরুল ইসলাম লিমনের দেওয়া বর্ণিত ব্যাগে ভর্তি গুলি সহ রিভলবার ও ইয়াবা ট্যাবলেট পুলিশের নিকট উপস্থাপন করে। উক্ত কামরুল ইসলাম লিমন ও মোবারক হোসেন তুহিন মূল ঘটনা পুলিশের নিকট বলিলে উপস্থিত পুলিশ তাহাদেরকে হেফাজতে নেয়। উপরোল্লেখিত বিষয়ে আসামী ১। মোঃ কামরুল ইসলাম লিমন, ২। মোবারক হোসেন তুহিন ও ৩। মোঃ রুবেল আহমদ (২৭) গনদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করা হইয়াছে।মালামাল ধৃত আসামী ১। মোঃ কামরুল ইসলাম লিমন (২৯), পিতা-সানর মিয়া, সাং-জৈনপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। মোবারক হোসেন তুহিন (৩৮), পিতা-মোঃ আজিজুর রহমান, সাং-সিলাম খালপাড়, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ৩। মোঃ রুবেল আহমদ (২৭), পিতা-আনছার আলী, সাং-মমিনখলা, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেটগনদের হেফাজত ও দখল হইতে উদ্ধার ও জব্দকৃত ক। লোহার তৈরী একটি পুরাতন রিভলবার, যাহার কাঠের বাট সহ লম্বা অনুমান ০৯ ইঞ্চি এবং গায়ে খোদাই করা ইংরেজীতে India লিখা আছে, খ। চার রাউন্ড গুলি, যাহার তিনটি মাথা বিহীন এবং একটির হালকা ভাঙ্গা মাথাযুক্ত অবস্থায় আছে, গ। স্বচ্ছ পলিথিনে মোড়ানো গোলাপী রংয়ের ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট, ঘ। একটি সিলভার রংয়ের টয়োটা কোম্পানীর প্রাইভেটকার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৫-২৮৭৯, ঙ। একটি সাদা রংয়ের টিস্যু কাপড়ের ব্যাগ, যাহার মধ্যে ইয়াবা ট্যাবলেট ও অস্ত্র (রিভলবার)-গুলি রক্ষিত ছিল।

*

إرسال تعليق (0)
أحدث أقدم