উজ্জ্বল হাসান, নিজস্ব প্রতিবেদক
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী জেবুন্নাহার কর্তৃক হেনস্তা ও মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বুধবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় নেতৃবৃন্দরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তির দাবি জানান। তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও কালের কন্ঠ,র তাহিরপুর প্রতিনিধি গোলাম সারোয়ার লিটন, ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া,,দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি,সাংবাদিক রাজু আহমেদ রমজান,দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রাজন চন্দ,ভোরের পাতা প্রতিনিধি আবুল কাশেম, সাংবাদিক সাবজল আহমদ,রাহাদ হাসান মুন্না,আহমদ কবির,শামসুল আলম আখঞ্জি, উজ্জ্বল হাসান,আবু জাহান তালুকদার ,তানবির আহমদ,রাসেল আহমদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী জেবুন্নাহার কর্তৃক হেনস্তা ও মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।