ব্রিজ দাঁড়িয়ে আছে, রাস্তার খবর নাই!

ছবি প্রতীকী


মাইনুল হক খান, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হুরুয়ার কান্দা ও মুসলিমপুর এলাকায় একটি খালের ওপর ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজ এর কাজ সম্পন্ন করে থাকলেও যাতায়াতের জন্য সেখানে নেই কোন  উপযুক্ত রাস্তা। সেতুর আশপাশের নাই কোন মাঠির অস্তিত্ব।হুরুয়ার কান্দা গ্রামের স্থানীয় বাসিন্দারা  জানান, ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেছে। এলাকাবাসী তার উপকার পাচ্ছে না। ব্রিজ এর পাশেই একটি পাথরে খোদাই করে লেখা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।সুনামগঞ্জ জেলা শহর থেকে নদী পাড়ি দিয়ে সদর উপজেলার সুরমা ইউনিয়ন এর মুসলিম পুর, বালাকান্দা বাজারে হয়ে প্রায় সাত কিঃমি রাস্তা গুরে হুরুয়ারকান্দা গ্রামে আস্তে হয়।মুসলিম পুর এর মধ্যে দিয়ে রাস্তা সম্পুর্ণ করলে অনেক  সহজ হবে হুরুয়ারকান্দা গ্রামের লোকজনের।যে খালের উপর   ব্রিজ করা হয়েছে তার পুর্ব পাসে রয়েছে হুরুয়ারকান্দা,মুসলিম পুর, অক্ষয়নগর গ্রামে অনেক জমি নিয়ে সুবিশাল  গুছর। হুরুয়ারকান্দা গ্রামের লোকজনের গরু,মহিষ,ছাগল এই গুছরে নিয়ে যেতে পারে না এই খালের জন্য। কয়েকবছর আগে হুরুয়ারকান্দা ও মুসলিম পুর এই খালের উপর ব্রিজ স্তাপন করা হলেও কোন ধরনের রাস্তা নেই ব্রিজ এর দুই পাশে।সরেজমিনে দেখা যায়, সেতুর দু’পাশেই পায়ে চলাচলের জন্য ক্ষেতের সমতলে একটি সরু রাস্তা (আইল) রয়েছে। আর কৃষি জমির আইল ধরেই ওই সেতু ব্যবহার করতে হবে। বর্ষাকালে অল্প বৃষ্টি হলেই ধান ক্ষেতসহ ওই আইলটি বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এসময় সেতুটি পানিতে ভাসমান অবস্থায় দেখা গেলেও রাস্তার অবস্থান বোঝার উপায় থাকে না। গ্রাম বাসির অভিযোগ, উঁচু করে রাস্তা নির্মাণ না করে শুধু ব্রিজ নির্মাণ হলো পরিকল্পনাবিহীন একটি কর্ম। স্থানীয় লোকজন বলেন, রাস্তা নির্মাণ না করার ফলে সেতুটি জনস্বার্থে কোনো কাজে আসছে না। এ স্থানটি খুব জনগুরুত্বপূর্ণ  আর জনসাধারণ ওই এলাকা দিয়ে চলাচল করার সর্বউত্তম রাস্তা।



*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন