আহমেদ হোসাইন ছানু, ঢাকা অফিস
গত ১৫ মে শনিবার "জগন্নাথপুরে পুরুষ শিকারী বিউটির প্রতারনার ফাঁদে পড়ে বহু যুবকের জীবন ধ্বংস! পর্ব- ১ ও পর্ব ২ শিরোনামে দুটি সংবাদ প্রকাশ হওয়ার পর টনক নড়ে বিউটি ও তার কথিত স্বামী জামালের। এনিয়ে জামাল ও বিউটির মধ্যে চলে বাক বিতন্ডা। বিউটি চান জামাল তাকে বিয়ে করে সামাজিক মর্যাদা দিক। কিন্তু জামাল সেটা চায়না, সে চায় শুধু বিউটিকে ভোগ করতে। এ নিয়ে অনেক কথা কাটাকাটি হয় জামাল ও বিউটির মধ্যে। কিন্তু জামাল কিছুতেই বিউটিকে বিয়ে করতে রাজি হচ্ছেন পরে বিউটি আক্তার নিজের ভুল স্বীকার করে ১৮
মে মঙ্গলবার আজকের আলো সম্পাদক ও প্রকাশক বরাবর একখানা আবেদন পত্র পাঠান, যাতে তিনি উল্লেখ করেন আজকের আলোতে আমার সম্পর্কে যা প্রকাশ হয়েছে তা পুরোপুরি শতভাগ সত্য। তিনি বলেন আমি জামালের ষড়যন্ত্রের শিকার। জামাল আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আমাকে ভোগ করেছে। আমি এর বিচার চাই। তিনি আরো বলেন আমি আমার নিজের কৃতকর্মের জন্য লজ্জিত, ভবিষ্যতে আমি আর কোনোদিন সমাজ, রাষ্ট্র ও ধর্ম বিরোধী কোনো কাজ করবোনা। দেশবাসীর কাছে আমার বিনিত অনুরোধ দয়া করে সবাই আমাকে ক্ষমা করে দিন। আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে কোনোদিন আমার দ্বারা এমন নোংরা কাজ আর সংঘটিত হবেনা।