চিরনিদ্রায় শায়িত হলেন দিরাইয়ের ৪ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দার



দিরাই প্রতিনিধিঃ

হাজারো মানুষের ভালবাসা নিয়ে দ্বিতীয় দফা জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, দিরাই উপজেলার আওয়ামীলীগের সভাপতি  ও করিমপুর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দার। গত বুধবার (২৬ মে) দুপুর ১ ঘটিকায় দিরাই পৌর সদরের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জানান গেছে, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগের সমস্যায় ভোগছিলেন হটাৎ করে বুধবার (২৬ মে) দুপুরে পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য চলে যান দিরাই উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দার। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও দিরাই উপজেলায় নেমে আসে শোকের ছায়া। মৃত্যুর পর গতকাল (২৬ মে) বিকাল ৬ টায় দিরাই পৌর শহরের বিএডিসি মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর  গ্রামে নিয়ে আসা হয়। পরের দিন (২৭ মে) সকাল ১০ ঘটিকায় দ্বিতীয় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে আছাব উদ্দিন সর্দারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি,সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য  মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, করিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য রুবেল মিয়া,রিপন মিয়া, জাবিরনৃর আহমদ চৌধুরী জাবেদ, প্রমুখ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন জানান। বর্ষীয়ান এই রাজনীতিবিদ দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত  চেয়ারম্যান ও বিভিন্ন সময়ে দিরাই উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন