ধোপাজান চলতি নদীতে পুুলিশের অভিযানে ১০টি বালু ভর্তি নৌকা আটক



আমিনুর রহমান জিলু, সুনামগঞ্জ থেকে

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইন-চার্জ সুরঞ্জিত তালুকদার এর নির্দেশনায় এস আই পংকজের নেতৃত্বে পুলিশের একটি সক্রিয় ফোর্স অভিযান পরিচালনা করে ২৬ মে বুধবার রাতে ১০টি বালু ভর্তি বাল্কহেড নৌকা আটক করেন। জানা যায় ধুপাজান চলতি নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যক্তি রাতের আধাঁরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নদীর তীরে ড্রেজার দিয়ে বালু ও পাথর উত্তোলনের চেষ্টা করে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি বালু ও পাথর ভর্তি নৌকা আটক করেন। এব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইন-চার্জ জানান, ধুপাজান চলতি নদীতে বিশ্বম্বরপুর থানাধীন চলতি নদীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাতের আধাঁরে অসাধু ব্যক্তিরা বালু উত্তোলন করছে। খবর পেয়ে পুলিশের অভিযান পরিচালনা করে ১০টি বালু ভর্তি নৌকা আটক করা হয়। পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন