হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি


গোবিন্দ দেব, নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের  জগন্নাথপুর পৌরসভা  পূর্ব ভবানীপুর গ্রামের   মাসুম  হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য  উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে  সুনামগঞ্জ জেলা প্রশাসক  বরাবর স্মারকলিপি দিয়েছেন  জগন্নাথপুরে প্রাথমিক  শিক্ষকরা।  স্মারকলিপিতে সুনামগঞ্জের   জগন্নাথপুর উপজেলার  সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রুহুল আমীন কে জগন্নাথপুর  পৌরসভার  ৮ নং ওয়ার্ডের   পূর্ব ভবানীপুর গ্রামের গত ১৬ এপ্রিল  ২০২১ একটি হত্যা মামলা দায়ের হয়। সেই মামলায় সহকারী  শিক্ষক রুহুল আমীন কে হত্যা মামলার আসামি করা হয়েছে। রুহুল আমীন  কে সুষ্ঠু তদন্ত করে হত্যা  মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে  জগন্নাথপুর  শিক্ষকরা  স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার  ( ৪ মে ) সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার  মেহেদী হাসানের  কাছে  সুনামগঞ্জ জেলার  প্রশাসক বরাবর স্মারকলিপি তুলে দেন  জগন্নাথপুর শিক্ষক সমিতির প্রতিনিধিরা। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা  সহকারী  শিক্ষক  সমিতির সভাপতি শাহাজান সিরাজী, পাটলী সঃ  প্রঃ শিঃ   প্রধান  শিক্ষক  মোঃ আতাহার উদ্দিন, দক্ষিণ  হবিবপুর সঃ প্রঃ শিঃ গোপাল চন্দ্র দাস,সৈয়দপুর সঃ প্রঃ শিঃ আলমগীর হোসেন। সহকারী  শিক্ষক নুরুল হক। রিংকু দাস, আতাউর রহমান, প্রমুখ। স্মারকলিপিতে এই হত্যা মামলায় রুহুল আমীন শিক্ষক কে ষড়যন্ত্র মূলক হত্যা মামলার আসামী করায় জগন্নাথপুর প্রাথমিক  শিক্ষক  শিক্ষকীবৃন্দ অত্যান্ত মর্মাহত। স্মারকলিপিতে আরও উল্লেখ করেন জগন্নাথপুর  থানা পুলিশ প্রশাসন অধিকতর  সুষ্ঠও নিরপেক্ষ তদন্তের  মাধ্যমে  শিক্ষকের সংশ্লিষ্টতা যাচাই পূর্বক মামলা থেকে শিক্ষক রুহুল আমীন কে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন, জেলা প্রশাসক এর কাছে। স্মারকলিপির সাথে অনুলিপিও দেওয়া হয়েছে  সুনামগঞ্জ পুলিশ সুপার, জগন্নাথপুর  থানা অফিসার ইনচার্জ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বরাবরে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم