দিরাইয়ে শাহ মূলুক হত্যা মামলার এক আসামি গ্রেফতার


দিরাই প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে শাহ মূলুক হত্যা মামলার অন্যতম আসামী হেলালকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে পাশ্ববর্তী আলীনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। 

দিরাই থানা পুলিশ পরিদর্শক তদন্ত আকরাম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাশ্ববর্তী আলীনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৩ মার্চ) দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে সামছুল হক ও পারুল তালুকদারের লোকদের মাঝে এ সংঘর্ষটি হয় । সংঘর্ষে  সামছুল হক গ্রুপের  শাহ মূলুক (৩০) নামে এক জন নিহত হয়।সে গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র । 

*

إرسال تعليق (0)
أحدث أقدم