গোবিন্দ দেব, সুনামগঞ্জ থেকে
সুনামগঞ্জের দেখার হাওরে ধান কেটে কৃষকদের উৎসাহ দিলেন কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ বেলা ১১ টায় সদর উপজেলার নীলপুর এলাকায় দেখার হাওরের কৃষক হাফিজুর রহমানের ক্ষেতের পাকাধান কেটে দেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহরিয়র এমপি। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন হাওরে ধান কাটার মেশিনের কোন সংকট থাকবে না। সরকার হাওরের ধান কাটার জন্য সব ব্যবস্থা করে দিয়েছে। সরকারি ভাবে ধান ক্রয়ের কোন সিন্ডিকেট থাকবে না। ডিজিটাল পদ্বতিতে কৃষক সরাসরি সরকারী গুদামে ধান বিক্রি করতে পারবেন। এসময় জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলা কৃষকলীগের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আজ পর্যন্ত হাওরের মোট ৬০ ভাগ ধান কাটা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে হাওরে ও হাওরের বাইরের সকল ধান কাটা শেষ হবে। চলতি বছর ২ লাখ ২৩ হাজার ৩৩০ হেক্টও জমিতে বোরো আবাদ হয়েছে।