জগন্নাথপুরে টোল আদায় নিয়ে সংঘর্ষ আহত ১৬



স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের টোল আদায় নিয়ে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৬ জন আহত হয়েছে। গুরুত্বর আহত ৮জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাটলী ইউনিয়নের কামনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। 

স্থানীয় সুত্রে জানা যায়, কামনীপুর গ্রামের ব্যবসায়ী সাব্বির মিয়ার দোকানের মালামাল বিকেলে ট্রাকচালক আনলোড করছিলেন স্থানীয় রসুলগঞ্জ বাজারে। এসময় বাজারের টোল আদায়কারী একই এলাকার রমিজ মিয়া বাজার ইজারার টাকা চান চালকের কাছে। টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন ট্রাক চালক। এনিয়ে ব্যবসায়ী সাব্বির মিয়া ও টোল আদায়কারী রমিজ মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। যার জের ধরে সন্ধ্যায় রমিজ মিয়া ও সাব্বির মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৬ জন আহত হন। আহতদের মধ্যে ছুফিয়ান মিয়া (২৬), শফিকুল বারী (২৪), আতিকুর নুর (৩৩), সেলিম মিয়া (৩২), শাহিনুর মিয়া (২২) আনোয়ার হোসেন (৩০), খালেদা বারী (২৬) ও রাব্বানী মিয়া (৬০) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরাপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) দ্বিপঙ্কর সরকার বলেন, টোল আদায় নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত। এ ব্যাপার থানায় কোনো পক্ষেই লিখিত অভিযোগ এখনো করেন নি

*

إرسال تعليق (0)
أحدث أقدم