তাহিরপুরে ক্ষুদ্র ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা: থানায় অভিযোগ


সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু সাঈদ নামের এক চায়ের দোকানির উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠে।

এ ঘটনায় আবু সাঈদ বাদী হয়ে ৫জনকে অভিযোক্ত করে ও গংদের নামে তাহিরপুর থানায় মঙ্গলবার (২৭এপ্রিল) একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের আলোকে জানাযায়, গত (২৭এপ্রিল) মঙ্গলবার বখাটেরা উপজেলার শ্রীপুর বাজারে অভিযোগকারি আবু সাঈদ দোকানে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হইলে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণ হইলেও উগ্র পন্তি দাঙ্গাবাজ, আইন অমান্যকারী, উশৃংখল ও হীন প্রকৃতির লোক বটে। ভিতরে ভিতরে চাপাক্ষোভ বিরাজ করছে। ঘটনার কিছু সময় পূর্বে দোকানি আবু সাঈদ দোকান বন্ধ করিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য উদ্বত হইলে উগ্রপন্তি বখাটেরা পূর্ব আক্রোশে একইদিনে রাত্রে আনুমানিক ৯টার দিকে বর্তমান স্থানীয় ইউপি সদস্যের আবুল কালামে'র দোকানের সামনে উপস্থিত হইয়া অকাত্ত্য ভাষায় গালমন্দ করিতে থাকে। এসময় দোকানি প্রতিবাদ করিলে বখাটেরা তাকে এলোপাথাড়ি কিল,ঘুষি, লাথি ও লাঠিপেঠা করে তাকে হাতে, পায়ে, পিঠে, মাথা ও শরীরের বিভিন্ন স্তানে চেঁছা ও নীলা ফুলা জখম করে। তার সাথে থাকা নগদ ১০হাজার টাকা টান মারিয়া নিয়ে যায়। এবং যাওয়ার সময় উগ্রপন্থীরা দোকানি আবু সাঈদকে সময়ে ও সুযোগমতে পাইলে খুন করিবে বলেও হুমকি দিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক দেখিতে পাইয়া তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  স্বজনরা নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক জরুরী বিভাগে চিকিৎসা করে বিদায় দেন। বর্তমানেও সে এবং তার পারিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও জানা যায়।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল লতিফ তরফদার জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব‍্যবস্হা নেওয়া হবে।

২৯.৪.২১

*

إرسال تعليق (0)
أحدث أقدم