সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাকনার হাওরে বোর ধান কাটা উৎসবের উদ্বোধন করলেন সিলেট বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান।
আজ মঙ্গলবার সকালে পাগনার হাওরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময় সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি বলেন, হাওরে ফসল ৮০ ভাগ পাকা হলেই ধান কাটতে হবে। অন্যথায় প্রাকৃতিক দুযোগের কবলে পড়ে ফসল হানি হওয়ার সম্ভাবনা খুব বেশী। পাহাড়ী ঢলের অকাল বন্যায় নদী উপছে পানি হাওরে ঢুকতে পারে। তাই দ্রুততম সময়ের মধ্যে আপনারা আপনাদের পাকা ফসল গড়ে তুলতে ধান কাটাশুরু করেন।
এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার সব চেয়ে বেশী ভুতর্কী দিচ্ছেন কৃষি খাতে। কৃষক বাচঁলে দেশ বাচবে, সারা বছরের ফসল উঠাতে কৃষকরা প্রানান্ত চেষ্টা করে। যে কোন সমস্যায় পড়ে আপনারা প্রশাসনের সহযোগিতা পেতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট অঞ্চল কৃষি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার অধিকারী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.সবিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজা,নির্বাহী অফিসার বিশ্বজিত দেব প্রমুখ।