জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং!



বিশেষ প্রতিনিধি

জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং এর ফলে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। স্কুল -কলেজগামী ছাত্র /ছাত্রীদের লেখা -পড়া বিঘ্নিত হওয়ার পাশাপাশি ব্যবসা-বানিজ্যে ধ্বস নেমেছে।এমনকি ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে যাচ্ছে।


সুনামগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জগন্নাথপুর উপজেলার সর্বত্র বিগত রমজান মাস থেকে ঘন্টার পর ঘন্টা, দিন ও রাতে প্রয়োজনীয় বেশীর ভাগ সময় বিদ্যুৎ এর লোডশেডিং চলছে।মোবাইল ফোনের মিস কলের মত সিগন্যাল দিয়ে আসা যাওয়া করছে। এই আছে আবার নেই, আকাশের বিজলির মত বিদ্যুৎ এর ভেলকিবাজি চলছে।দিনের বেলায় অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় অফিসিয়াল কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। প্রতিনিয়ত সন্ধ্যালগ্ন থেকে রাত ১০/১১ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ এর লোডশেডিং চলায় স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র /ছাত্রীদের লেখা -পড়ার বিঘ্নিত হওয়ার পাশাপাশি উপজেলা সদর বাজার সহ অত্র উপজেলার সবকটি হাট-বাজারে ব্যবসা-বানিজ্যে মারাত্বক ব্যাঘাত ঘটছে । ঘনঘন লোডশেডিং এর ফলে ফ্রিজারে রাখা মাছ- মাংস নষ্ট হয়ে যাচ্ছে। এক কথায় ঘন ঘন লোডশেডিং এ অত্র এলাকার জনসাধারন অতিষ্ট হয়ে পড়েছেন। উপজেলার সর্বত্র বিদ্যুৎ এর গ্রাহকেরা মোমবাতি, চার্জার লাইট ও জেনারেটর নির্ভরশীল হয়ে পড়েছেন।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

*

إرسال تعليق (0)
أحدث أقدم